উখিয়ায় মানব পাচার প্রতিরোধ শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৮-০৯-০৯ ১৭:৪৭:৫৪ || আপডেট: ২০১৮-০৯-০৯ ১৭:৪৭:৫৪

নিজস্ব প্রতিবেদক:
উখিয়ায় মানব পাচার প্রতিরোধ শীর্ষক এক যুব সমাবেশ অনুষ্টিত হয়েছে। ৯ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়া পরিষদ উপজেলা হল রুমে দিনব্যাপী সমাবেশে উপকূলীয় জালিয়াপালং ও হলদিয়াপালং ইউনিয়নের ইয়ুথ ফোরাম সদস্যদের নিয়ে রিলিফ ইন্টারন্যাশনাল ও হেলপ কক্সবাজার সহযোগিতায় মানব পাচার প্রতিরোধ বিষয়ক এ সমাবেশে সভাপতিত্ব করেন হেলপ কক্সবাজার প্রোগ্রাম হেড মো: সাদেকুল ইসলাম।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হেলপ কক্সবাজারের সিএইচটিবি প্রজেক্ট ম্যানেজার এম. জসিম উদ্দিন।
আলোচনায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শওকত হোসেন, সিএসবি ২৪ ডটকম এর নির্বাহী সম্পাদক গফুর মিয়া চৌধুরী, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি শফিউল আলম বাবুল, শিক্ষানুরাগী লিয়াকত আলী বাবুল, আমাদের সময় প্রতিনিধি পলাশ বড়ুয়া, মাষ্টার কামাল উদ্দিন, ইউ.পি সদস্য ছলিম উল্লাহ, আনোয়ারা বেগম, জয়নাব আরা বেগম, হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জয়নাল উদ্দিন বাবুল, ইয়ুথ লিডার শরীফ মাহমুদ শাহজাদা, উখিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহানারা হোসেন রুমকি।
সমাবেশে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও মানবপাচার প্রতিরোধ বিষয়ে ইয়ুথ ফোরাম সদস্যদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময়, ইয়ুথ ও উন্নয়ন সংলাপ, কার্যক্রম কৌশল নির্ধারণ, আইন ও পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা করা হয়। এছাড়াও সমাজের নানা অসঙ্গতি প্রতিরোধে যুব সমাজের মেলবন্ধন সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন বক্তারা। কর্মশালা সঞ্চালন করেন হেলপ কক্সবাজারের ডিপিএফ মো: হোসাইন সিকদার ও আবুল কাশেম বাবুল।