উখিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট শুরু
প্রকাশ: ২০১৮-০৯-০৬ ১৯:৪১:১৩ || আপডেট: ২০১৮-০৯-০৬ ২০:৪৮:৪৩

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ (অনুর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন হয়েছে।
উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন।
৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে উখিয়ার পাতাবাড়ী খেলার মাঠে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকতা মো: নিকারুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উখিয়া সহকারী কমিশনার (ভুমি) একরামুল ছিদ্দিক, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: অাবুল খায়ের, উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজলুল করিম,উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাংগীর কবির চেীধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল অামিন চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দীন চেীধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা, যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম, অাওয়ামী লীগ নেতা অামিনুল হক অামিন, এনআই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক আব্দুল্লাহ অাল মামুন, সিরাজুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন প্রমূখ।
পুরো অনুষ্টান পরিচালনা করেন মেধু কুমার বড়ুয়া। ধারাভাষ্য দেন ফজলুল হক। প্রথম দিনের খেলায় জালিয়াপালং ইউনিয়ন বনাম পালংখালী ইউনিয়ন অংশগ্রহণ করেন।