বিএনপি ঠিকই নির্বাচনে অংশ নেবে : নাসিম
প্রকাশ: ২০১৮-০৮-২৮ ২০:৪২:২৮ || আপডেট: ২০১৮-০৮-২৮ ২০:৪২:২৮

অনলাইন ডেস্ক:
বিএনপি আজকে অনেক বড় বড় কথা বলছে। তারা ঠিকই নির্বাচনের সময় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ মঙ্গলবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘কোনো শর্তারোপ করে নির্বাচন হয় না। মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ইনশাল্লাহ হবে। সংবিধান অনুযায়ী ইউরোপ.আমেরিকা, ভারত, মালয়েশিয়ায় নির্বাচন হয়ে আসছে। বর্তমান সরকারের প্রধানমস্ত্রী শেখ হাসিনার অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাবার সুযোগ আমাদের নেই।’
মন্ত্রী বলেন, ‘সবার নির্বাচন করার অধিকার আছে। আমি বিশ্বাস করি এবার বিএনপি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে এসে জনগনের রায়কে শ্রদ্ধা জানাবেন।’
মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার নির্দেশ দিয়েছে। আমরা আশা করি এ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। শেষ পর্যন্ত বিএনপিও নির্বাচনে আসবে। যদি না আসে তাতে আমাদের করণীয় কিছু নেই। আর যদি নির্বাচনে না আসে নির্বাচন আপন গতিতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে অনেক দল অংশ নেবে। সে দলগুলো নির্বাচন করার জন্য প্রস্তুত আছে।’