রামুতে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত
প্রকাশ: ২০১৮-০৮-২৪ ২০:০২:৩৩ || আপডেট: ২০১৮-০৮-২৪ ২০:০২:৩৩

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ বাপ্পি (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু ক্রসিং নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তার আরো এক বন্ধু।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বাপ্পী চকরিয়া উপজেলা সদরের গণি উদ্দিনের ছেলে ও রামু কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস শুক্রবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু ক্রসিং এলাকায় বাপ্পীকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার এক বন্ধুও আহত হয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক জানান, রামু ক্রসিংয়ে বাসের ধাক্কায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।