তিনদিনের সফরে কাল ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব
প্রকাশ: ২০১৮-০৮-০৭ ২১:৫৮:৫৩ || আপডেট: ২০১৮-০৮-০৭ ২১:৫৮:৫৫

অনলাইন ডেস্ক: তিনদিনের সফরে আগামীকাল বুধবার ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। সফরে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কনওয়েলথভুক্ত এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন মহাসচিব। সফরের বাকি দুটি দেশ শ্রীলঙ্কা ও ব্রুনাই।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ছাড়াও সরকারের কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
গত এপ্রিলে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে নেতারা যে অগ্রাধিকার ও প্রতিশ্রুতি দিয়েছেন সেসব নিয়ে তিন দেশের সরকারপ্রধান, মন্ত্রী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন কমনওয়েলথ মহাসচিব।