টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দু’যুবক আটক
প্রকাশ: ২০১৮-০৮-০৫ ১৯:১২:৫২ || আপডেট: ২০১৮-০৮-০৫ ১৯:১২:৫২


নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের পুরাতন পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দু’যুবককে আটক করেছে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। শনিবার দিবাগত রাতে টেকনাফ সদরের ২নং ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো।
আটকরা হলো, টেকনাফের পুরাতন পল্লানপাড়ার জাকির আহমেদ’র ছেলে নুরুল আমিন (২১) ও মো. সেলিমের ছেলে আব্দুল হাই (১৯)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, টেকনাফের পুরাতন পল্লনপাড়া ২নং ওয়ার্ড এর মায়মোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা গলি রাস্তায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবর পেয়ে র্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থল থেকে আমিন ও আবদুল হাইকে আটক করে অভিযানকারিরা। পরে তাদের তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া হয়।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জব্দ ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।