প্যারিসে আনন্দ উদযাপন রূপ নিয়েছে সহিংসতায়
প্রকাশ: ২০১৮-০৭-১৬ ২২:৪৬:৩৭ || আপডেট: ২০১৮-০৭-১৬ ২২:৪৬:৩৭

অনলাইন ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপে ৪-২ গোলের বিশাল ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দে ভাসছেন ফরাসীরা। তবে দেশটির রাজধানী প্যারিসে তাদের সে আনন্দ উদযাপন রূপ নিয়েছে সহিংসতায়। তার জের ধরেই ১০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্যারিসের চ্যাম্পস এলিসিসে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। সোমবার সকালে প্যারিসের পুলিশ প্রধান এ তথ্য জানিয়েছেন।
ইএসপিনের খবরে বলা হয়, বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর পরই চ্যাম্পস এলিসিসে লাখ লাখ ফরাসী শিরোপা উদযাপন করতে নামেন। সব ঠিকঠাক ছিলো। তবে সন্ধ্যা গড়াতেই ঘটনার মোড় নিতে থাকে। ঘটনাস্থলের বেশ কয়েকটি দোকানে লুটপাটের ঘটনা ঘটে। তাদের থামাতে ১ লাখ পুলিশ সদস্য মাঠে নামেন। তাদের সঙ্গে ছিলেন ৪৪ হাজার ফায়ার সার্ভিস কর্মী।
ইএসপিএন জানায়, সহিংসতায় ৮৪৫টি গাড়ি ভাংচুরের শিকার হয়েছে। দুর্ঘটনায় মারা গেছেন দুই জন। আহত হয়েছেন আরও অনেকে।