প্রমাণ পেলে সাংসদ বদিকে আইনের আওতায় আনা হবে: কাদের
প্রকাশ: ২০১৮-০৫-২৪ ২১:৩৪:৪৬ || আপডেট: ২০১৮-০৫-২৪ ২১:৩৪:৪৬


আজ বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ, সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘একজন সাংসদকে প্রমাণ ছাড়া কখনো গ্রেপ্তার করা যায় না। কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না। সংসদ সদস্য বদির যদি জড়িত থাকে প্রমাণ পাওয়া গেলে সে যত শক্তিশালীই হোক তাকে ছাড় দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘মাদকবিরোধী অভিযানে প্রধানমন্ত্রী নিজে মাদকবিরোধী অভিযানে সমর্থন জানিয়েছে, সেই অভিযানের অবশ্যই সমর্থন করি । কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আওয়ামী লীগ। মাদকের সাথে যত ক্ষমতাশালী জড়িত থাক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না তাদের কে আইনের আওতায় আনা হবে।’ আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সচ্চার হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি। মাদকের বিরুদ্ধে যখন সরকার উদ্যোগ নিয়েছে বিএনপি কাছে তখন এটা ভাল লাগছে না। সরকার কোনো ভালো কাজই বিএনপির লাগেনা।