মোবাইল কিনতে ৭৫ হাজার টাকা পাবেন মন্ত্রী-সচিবরা
প্রকাশ: ২০১৮-০৫-২১ ১৮:০০:২৪ || আপডেট: ২০১৮-০৫-২১ ১৮:০০:২৪

সিএসবি ২৪ ডটকম:
মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব এবং ভারপ্রাপ্ত সচিবরা মোবাইল ফোন কেনার জন্য সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পাবেন। মন্ত্রিসভায় সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮-এর অনুমোদন দেওয়া হয়।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
২০১৮-এর নীতিমালার আওতায় অ্যান্ড্রোয়েড ফোন কিনতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা এই টাকা পাবেন। ২০১৮-এর নীতিমালায় সুপ্রিম কোর্টের বিচারকদের টেলিফোনকেও নীতিমালার আওতায় আনা হয়েছে। আগে বিচারকদের ফোন নীতিমালার আওতায় ছিল না।