সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রকাশ: ২০১৮-০৫-১৮ ২২:০২:০৩ || আপডেট: ২০১৮-০৫-১৮ ২২:০২:০৩

অনলাইন ডেস্ক:
সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর (৩৬) নামে এই ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মক্কার পথে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মো. জাহাঙ্গীরের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের লন্ডনী পাড়ায়।
পরিবার সূত্র জানায়, মো. জাহাঙ্গীর সৌদিতে কর্মরত ছিলেন। ওমরাহ পালনের উদ্দেশ্যে কর্মস্থল থেকে রওয়ানা হওয়ার পর মক্কায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন জাহাঙ্গীরের নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘নিহতের লাশ বাংলাদেশে আনার জন্য সৌদিতে তার স্বজনরা যোগাযোগ করছে।’