উখিয়ায় ৮০লাখ টাকার ইয়াবা সহ ৩ রোহিঙ্গা আটক
প্রকাশ: ২০১৮-০৫-০৩ ১১:২৬:৪৭ || আপডেট: ২০১৮-০৫-০৩ ১১:২৬:৪৭

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার বালুখালী পানবাজার এলাকা থেকে ২০হাজার পিস ইয়াবা সহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২ মে (বুধবার) রাতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বালুখালী ক্যাম্প-১, ব্লক-বি-৫২ এর মো: সৈয়দ হোসেনের ছেলে মো: সোহেল (২৫), থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক-এ-৭ এর মৃত আবদু সালাম এর ছেলে মো: জিয়াউল হক (২২), থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি মৃত জালাল আহম্মেদ এর ছেলে মো: ইরফান (২০) আটক করা হয়।
এ সময় আটককৃতদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮০ লক্ষ টাকা বলে র্যাব জানিয়েছে।