টেকনাফে নিখোঁজ সহোদরের মধ্যে একজনের লাশ উদ্ধার
প্রকাশ: ২০১৭-০৭-২৪ ১৬:৫০:৪৫ || আপডেট: ২০১৭-০৭-২৪ ১৬:৫১:৫১

টেকনাফ: নাফনদীতে নিখোঁজ দুই সহোদরের মধ্যে মোহাম্মদ রফিক (২১) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে কোষ্টর্গাড।
২৩ জুলাই ঝড়ো হাওয়ার কবলে পড়ে নাফনদীতে নৌকা ডুবিতে দুই সহোদর জেলের নিখোঁজ হয়। নিখোঁজ সহোদর সাবরাং শাহপরীর দ্বীপের বাজার পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
২৪ জুলাই সোমবার সকাল ৯ টার দিকে নাফনদীর শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর জেলে মোঃ উসমানকে (২৩) এখনো খুঁজে পাওয়া যায়নি। তার খোঁজে নদী ও সাগরে ব্যাপক তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, ঝড়ো হাওয়ার কবলে পড়ে জেলেরাসহ নৌকাটি ডুবে যায়। এসময় জেলে মিস্ত্রিপাড়া এলাকার মোঃ আয়ুবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও দুই সহোদর জেলে নিখোঁজ থাকে। পরে সোমবার সকালে নাফনদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিজেন কমান্ডার মোহাম্মদ কবির জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে সোমবার সকাল থেকে কোষ্টগার্ডের একটি টিম নিয়ে নাফনদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল ৯ টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া নিখোঁজ জেলেকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রাখা হয় বলে জানায়।