হিমছড়িতে পাহাড় ধ্বসে ঢাবি শিক্ষার্থী নিহত
প্রকাশ: ২০১৭-০৭-২২ ১৯:৫২:৪৮ || আপডেট: ২০১৭-০৭-২২ ২০:০১:২২

কক্সবাজারের হিমছড়িতে পাহাড় ধসে রিদুয়ান আলম সাব্বির (২২) নামে এক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় আরও দুই জন আহত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে হিমছড়ির ঝর্ণায় গোসল করার সময় এঘটনা ঘটে। এসময় আরও দুইজন আহত হয়েছে।
নিহত রিদুয়ান ঢাকার উত্তরার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হক জানান, শনিবার বিকেলে হিমছড়ির রংধনু ঝর্ণায় গোসল করার সময় পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যায় সাব্বির। তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।