উখিয়া কলেজে ওরিয়েন্টেশন ক্লাশের উদ্বোধন
প্রকাশ: ২০১৭-০৭-০১ ১৮:১৩:০৩ || আপডেট: ২০১৭-০৭-০২ ১৩:১১:২৮

সিএসবি ২৪ ডটকম::
দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরু হয়েছে।
১ জুলাই (শনিবার) কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে প্রভাষক আবদুল জলিলের সঞ্চালনায় সকল ধর্মীয় পবিত্র গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে ওরিয়েন্টেশন ক্লাশের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আবদুল হক, অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক অজিত কুমার দাশ, প্রভাষক তহিদুল আলম, প্রভাষক ড. গিয়াস উদ্দিন।
নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, সাইদুল আমিন টিপু ও আলমগীর নিশা প্রমুখ। অনুষ্ঠান শেষে নবীনদের ফুলেল শুভেচ্ছা সহকারে একাডেমিক ক্যালেন্ডার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের অদ্য থেকে নিয়মিত ক্লাশে উপস্থিত থাকার নির্দেশ দেন কলেজ অধ্যক্ষ ফজলুল করিম।