আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২০১৭-০৬-১৭ ১৫:০৬:০১ || আপডেট: ২০১৭-০৬-১৭ ১৫:০৬:০১

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।সফরটি ছিল সুইডেনে বাংলাদেশের কোনো সরকারপ্রধানের প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সরকারি সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে সুইডেনের প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। এই বৈঠকের আগে একই স্থানে উভয় নেতা একান্তে বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মানে সুইডেনের প্রধানমন্ত্রীর দেওয়া ভোজসভায় যোগ দেন।
প্রধানমন্ত্রী রয়্যাল প্যালেসের অডিয়েন্স হলে সুইডেনের রাজা ষোড়শ গুস্তাভ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত স্পিকার টোবিয়াস বিলস্টর্মের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ-সুইডেন বাণিজ্য ও বিনিয়োগ ফোরামের একটি বিজনেস ডায়ালগে অংশ নেন এবং প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর দেড়টায় লন্ডনের উদ্দেশে সুইডেনের অরল্যান্ড বিমানবন্দর ত্যাগ করে। সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান