২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তব্য শুরু
প্রকাশ: ২০১৭-০৬-০১ ১৪:২৬:১২ || আপডেট: ২০১৭-০৬-০১ ১৪:২৬:১২

সিএসবি২৪ডটকম:: ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তব্য শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় জাতীয় সংসদে ড. স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট বক্তব্য শুরু করেন তিনি।
২০১৭-১৮ অর্থবছরের জন্য দেশের এ যাবতকালের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করছেন আবুল মাল আবদুল মুহিত। এবারের প্রস্তাবিত বাজেটের আকার চার লাখ ২৬৬ কোটি টাকা।দশম জাতীয় সংসদের অর্থমন্ত্রী হিসেবে ৪র্থ বাজেট উত্থাপন করছেন তিনি।
অর্থমন্ত্রী বক্তব্যের শুরুতে গত মহাজোট সরকারের সময় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রধানমস্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।