দুর্বল হয়ে পড়ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোরা’
প্রকাশ: ২০১৭-০৫-৩০ ১৪:৩৯:৩১ || আপডেট: ২০১৭-০৫-৩০ ১৪:৩৯:৩১

সিএসবি২৪ডটকম:: ক্রমেসই দুর্বল হয়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোরা’।একপর্যায়ে এটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। আর এর শক্তি ক্রমেই কমে আসছে। তবে আগামী ১২ ঘণ্টা পর্যন্ত আবহাওয়ার বৈরী আচরণ থাকবে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ।
শামছুদ্দীন আহমেদ বলেন, মোরার প্রভাবেই চট্টগ্রাম, কক্সবাজার, হাতিয়া, কুতুবদিয়া, সন্দ্বীপ, ভোলা, চাঁদপুর, নোয়াখালী, সীতাকুণ্ডসহ অনেক এলাকাজুড়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি চলছে।আগামী ৬ ঘণ্টা পর্যন্ত মহাবিপদ সংকেত অব্যাহত থাকবে।পরবর্তীতে তা নামিয়ে ৩ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হবে। সমুদ্র শান্ত হতে সময় লাগে তাই এ সময়টুকু নেওয়া হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ (১৬ নম্বর) বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।