সাবস্ক্রিপশন ফি নেয়ার পরিকল্পনা করছে ব্লগিং সাইট টুইটার
প্রকাশ: ২০১৭-০৩-২৫ ১৫:০৪:১৭ || আপডেট: ২০১৭-০৩-২৫ ১৫:০৪:১৭

অনলাইন ডেস্ক::বিজনেস এবং পাওয়ার ব্যবহারকারিদের জন্য সাবস্ক্রিপশন ফি নেয়ার পরিকল্পনা করছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। পেশাদারদের জন্য বানানো টুইটার ড্যাশবোর্ড টুইটডেকের একটি প্রিমিয়াম সংস্করণের জন্য এই পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
টুইটডেকের একটি সংস্করণ থেকে সাবস্ক্রিপশন ফি নেওয়া শুরু হতে পারে। এই ইন্টারফেইস ব্যবহারকারীদের টুইটার অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় সহায়তা করে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে টুইটার জানায়, আমরা প্রতিনিয়ত ব্যবহারকারির অভিজ্ঞতার ফিডব্যাক পর্যালোচনা করে থাকি। এবং এথেকে সিদ্ধান্ত নিয়ে থাকি। আর এমনই একটি সিদ্ধান্ত হতে টুইটডেক কে আরও পেশাদার করে তোলা। তবে টুইটার তার সব ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায় করতে যাচ্ছে এমন কোনো ইংগিত পাওয়া যায়নি।সূত্র: বিবিসি