পেকুয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
প্রকাশ: ২০১৭-০৩-২১ ২০:০০:০৩ || আপডেট: ২০১৭-০৩-২১ ২০:০০:০৩

পেকুয়া প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় ডাকাতিসহ পাঁচ মামলার পলাতক আসামী মো.ইউনুছ প্রকাশ বাইট্টা ইউনুছ (৪০) নামের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজির পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইউনুছ ওই এলাকার মো.সামশুল আলমের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত ইউনুছ প্রকাশ বাইট্টা ইউনুছকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, পুলিশের ওপর হামলাসহ পাঁচটি মামলা রয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।