রত্নাপালংয়ের উপ-র্নিবাচনে ৮ জনের মনোনয়ন দাখিল
প্রকাশ: ২০১৭-০৩-২০ ১৮:৫২:০১ || আপডেট: ২০১৭-০৩-২০ ১৮:৫২:০১

শহিদুল ইসলাম, সিএসবি ২৪ ডটকম:
ককসবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯নং র্ওয়াডের উপ-নির্বাচনে ৮ জন সাধারন সদস্য মনোনয়ন পত্র দাখিল করেছে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
২০ মার্চ (সোমবার) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল । মনোনয়ন জমা দানকারীরা হলেন, মো: সেলিম কায়সার, গোপাল বড়ুয়া, মো: শাহজাহান, মাহাবু উদ্দিন, আনোয়ার হোসেন, রশিদা বেগম, নুরুল কবির ও মহি উদ্দিন ।
উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা নুরুল ইসলাম সিএসবি ২৪ ডটকমকে বলেন মঙ্গলবার সকাল ১১টায় যাচাই-বাছাই করা হবে ।
উল্লেখ্য ২০১৬ সালের ১৮ডিসেস্বর ইউপি সদস্য নুরুল হক মৃত্যু বরণ করায় উক্ত ওয়ার্ডে আগামী ১৬ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে।