পেকুয়ায় ইয়াবাসহ এক মহিলা আটক
প্রকাশ: ২০১৭-০৩-১৭ ২৩:৩০:৫৩ || আপডেট: ২০১৭-০৩-১৭ ২৩:৩০:৫৩

পেকুয়া প্রতিনিধি::
পেকুয়ায় ২১পিচ ইয়াবাসহ মনোয়ারা বেগম (৩০) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকা থেকে পেকুয়া থানার এসআই নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এসব মাদকদ্রব্যসহ ওই মহিলাকে আটক করেন। আটক মনোয়ারা বেগম একই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী।
আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, আটক মহিলা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বসতঘরে মাদকদ্রব্য আছে এমন সংবাদে অভিযান চালিয়ে ২১পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা (নং-৯) দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।