উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামী সহ আটক-৫
প্রকাশ: ২০১৭-০৩-১৪ ১৭:২৮:২৭ || আপডেট: ২০১৭-০৩-১৪ ১৭:৩৭:৩৭

শহিদুল ইসলাম::
ককসবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ পাঁচজনকে আটক করেছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।
১৪ মার্চ ভোরে হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এ্লাকায় অভিযান চালিয়ে ১৪মাসের সাজা প্রাপ্ত আসামী আফিল উদ্দিন প্রকাশ আইয়ুব আলী কে আটক করি থানা পুলিশের একটি দল। অপরাপর গ্রেফতারকৃতরা উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়া ছড়ি গ্রামের হাজী আজিজুল হকের ছেলে মো: আইয়ুব, মৃত জাগীর আলীর ছেলে আইয়ুব আলী, আবদুল বারীর ছেলে আমির হোসেন প্রকাশ পুতিয়া ও ৫মাসের সাজা প্রাপ্ত আসামী হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের সিদ্দিক আহাম্মদের ছেলে হেলাল উদ্দিন।
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন প্রতিদিন পুলিশী অভিযান অব্যাহত থাকবে।