আইপিএল মঞ্চে আগুন ধরাতে চায় শ্রেয়া !
প্রকাশ: ২০১৭-০৩-১৪ ১৫:৫০:০৫ || আপডেট: ২০১৭-০৩-১৪ ১৫:৫০:০৫

অনলাইন ডেস্ক:: ভারতে দক্ষিণের নায়িকা খ্যাত শ্রেয়া সরণ বছর ছয়েক আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের উদ্বোধনী মঞ্চে দুর্দান্ত পারফর্ম করেন।শাহরুখের সঙ্গে মিলিত ওই পারফর্মেন্সে তাক লেগে যায় সবার। মিডিয়ায় চাউড় হয়- আইপিএল মঞ্চে আগুন লাগিয়ে দিয়েছেন শ্রেয়া। আবার ও এমন একটি ধামাকাদার পারফর্ম করে আইপিএল মাতাতে চান শ্রেয়া।
শ্রেয়া বলেন, আমি আবারও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে চাই। সেবার যেমন ধামাকাদার পারফরম্যান্স দিয়েছিলাম, কাগজপত্রে লেখা হয়েছিল মঞ্চে আগুন দিয়েছি, আবারও সেটাই করতে চাই।আইপিএল মাতানোর পাশাপাশি বলিউড সুপারস্টার শাহরুখের সঙ্গে কাজ করারও ইচ্ছা রয়েছে শ্রেয়ার।