ঈদগাঁওতে ছুরিকাঘাতের অভিযোগে যুবক আটক
প্রকাশ: ২০১৭-০৩-১৩ ২১:৫৫:০৬ || আপডেট: ২০১৭-০৩-১৩ ২১:৫৫:০৬

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও::
ঈদগাঁওর সেলুন দোকানী শিমুল কান্তিকে ছুরিকাঘাতকারী যুবক হেফাজত উল্লাহকে আটক করা হয়েছে।
১৩ মার্চ সন্ধ্যায় মাইজ পাড়া থেকে তাকে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ আটক করে। আটক যুবক উত্তর মাইজ পাড়ার মোজাফ্ফর আহমদের পুত্র। তদন্ত কেন্দ্র টু-আইসি দেবাশীষ সরকার তাকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সেলুন মালিককে হত্যা প্রচেষ্টা ছাড়াও তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ইতিপূর্বে সে কয়েকবার জেলও খাটে। জামিনে বের হয়ে ফের এলাকায় মাদকসহ অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়ে।
এদিকে ছুরিকাঘাতের ঘটনায় কক্সবাজার মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছিল। উক্ত মামলায় ২জন আসামীর মধ্যে আটক যুবক হেফাজত উল্লাহ অন্যতম। ভূক্তভোগী শিমুলের পক্ষে তার ফুফাত ভাই বাবুল কান্তি দে মামলার বাদী হচ্ছেন বলে জানিয়েছেন তিনি নিজে।