মরিচ্যায় ভেজাল বিরোধী অভিযান
প্রকাশ: ২০১৭-০৩-১৩ ২১:৪২:১০ || আপডেট: ২০১৭-০৩-১৩ ২১:৪২:১০

শহিদুল ইসলাম:
ককসবাজারে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদউওীন মালামাল উদ্দার করেছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলা স্যাণেটারী ইসপেক্টর নুরল আলমের নেতৃত্বে এ্কদল প্রতিনিধি এ অভিযান চালায়।
এ সময় মেয়াদ উর্ওীন তিন লাখ টাকার মালামাল পুড়িয়ে দেওয়া হয়। মনজুর কুলিং কর্ণার;সিরাজ কুলিং কর্ণার; সুদওকুলিং কর্ণার মালিকদের বিরুধে মামলা দায়ের করা হবে স্যানেটারী কর্মকর্তা জানিয়েছেন।