শততম টেস্টে বাদ পড়লেন মাহমুদউল্লাহ
প্রকাশ: ২০১৭-০৩-১৩ ১৫:১৯:০০ || আপডেট: ২০১৭-০৩-১৩ ১৬:৩৭:১৫

অনলাইন ডেস্ক:: প্রথম টেস্টের পরই কোচ হাথুরুসিংহে ঘোষণা দিয়েছিলেন, দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন আসবে। তবে পরিবর্তনটা যে কন্ডিশন ও পরিস্থিতির কারণে হবে, সেটাও বলেছিলেন কোচ। এর পর থেকেই আলোচনা শুরু হয়েছিল, কে বাদ পড়ছেন শততম টেস্টের দল থেকে? সন্দেহের তীরটা ছিল মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। কারণ, টেস্টে সম্প্রতি খুবই বাজে খেলছেন এ দুই ব্যাটসম্যান।
সৌম্য সরকারও বাদ পড়তে পারতেন, তবে গল টেস্টের দুই ইনিংসেই ভালো খেলে এ যাত্রায় নিজেকে বাঁচিয়ে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তাই নিশ্চিত ছিল মুমিনুল ও মাহমুদউল্লাহর মধ্যে কোনো একজনকে বাদ পড়তে হবে। শেষমেশ কোপটা পড়ল মাহমুদউল্লাহ রিয়াদের ওপরই।
আজ সোমবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন, দেশে ফেরত পাঠানো হচ্ছে মাহমুদউল্লাহকে। তাঁর পরিবর্তে ইমরুল কায়েস খেলবেন শততম টেস্টে। দলে আরো দু-একটি পরিবর্তন আসতে পারে।