উখিয়ায় মানবপাচারকারী কালাম আটক
প্রকাশ: ২০১৭-০৩-১৩ ০০:৩১:১৫ || আপডেট: ২০১৭-০৩-১৩ ১১:৩৭:২৩

শহিদুল ইসলাম, উখিয়া:
ককসবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মানবপাচার মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে।
উখিয়া থানার সহকারী –উপপর্রিদশক বিষ্ঞু নাথ ও সহকারী উপপর্রিদশক মনির নেতৃত্বে একদল পুলিশ রবিবার সন্ধ্যা ৬টায় কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার মামলার পলাতক আসামী আবুল কালাম কে আটক করে ।
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী গ্রামের শরীফ আহামদের ছেলে। থানায় তার নামে চারটি মানব পাচার মামলা রয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।