পেকুয়ায় মাদক সহ দম্পতি আটক
প্রকাশ: ২০১৭-০৩-১১ ১৫:৩০:০৬ || আপডেট: ২০১৭-০৩-১১ ১৫:৩০:০৬

পেকুয়া প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি সরওয়ার উদ্দিন ওরফে বারেক (৩৮) ও কামরুনেচ্ছাকে (৩০) আটক করেছে পুলিশ। আটককৃত সরওয়ার উদ্দিন একই এলাকার নুরুছ সোবহানের পুত্র।
শনিবার (১১মার্চ) সকাল ১১টার দিকে পেকুয়া উপজেলা সদরের সিকদার পাড়া এলাকা থেকে থানার এসআই নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ইয়াবাসহ ওই দম্পতিতে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৬৪টি ইয়াবা বিক্রির এক হাজার টাকা ও সেবন উপকরণ উদ্ধার করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, আটক দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা চলমান রয়েছে। এ বিষয়ে আটক দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।