১৮২ রানের লিড শ্রীলঙ্কার
প্রকাশ: ২০১৭-০৩-০৯ ১৬:৪২:৪২ || আপডেট: ২০১৭-০৩-০৯ ১৬:৪২:৪২

অনলাইন ডেস্ক:: চা বিরতি ও আলোকস্বল্পতা মিলিয়ে ২৫ মিনিটের বিরতি। এরপর খেলা শুরু হতে না হতেই শেষ বাংলাদেশের ইনিংস । বাংলদেশে শেষ উইকেটটি নিতে শ্রীলঙ্কার লাগল দুই বল। শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান আউট।
বাংলাদেশ অল্ আউট ৩১২ রানে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার লিড ১৮২ রানের।শেষ উইকেটসহ হেরাথের উইকেট তিনটি। তিনটি নিয়েছেন দিলরুয়ান পেরেরাও। দ্বিতীয় দিনে প্রথম ৪০ ওভারে তাকে বোলিংয়েই আনেননি হেরাথ। কিন্তু তিনিই ভেঙেছেন মুশফিক ও মিরাজের শতরানের জুটি।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় গল টেস্টের প্রথম ইনিংসে ৩১২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম সবোর্চ্চ ৮৫ রান করেন। এ ছাড়া সৌম্য সরকার ৭১, তামিম ইকবাল ৫৭ ও মেহেদী হাসান মিরাজ ৪১ রান করেছেন।