কক্সবাজার কলাতলী মোড়ে সড়ক দূর্ঘটনা, নিহত-১
প্রকাশ: ২০১৭-০১-১৯ ১২:৩৫:৫৮ || আপডেট: ২০১৭-০১-১৯ ১৬:১৮:১৫

তালেব সিকদার, ভ্রাম্যমাণ সংবাদদাতা:
১৯ জানুয়ারী (বৃহস্পতিবার) সাড়ে ১১টার দিকে কক্সবাজার কলাতলী মোড়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক মোটরবাইক আরোহি ঘটনাস্হলে মৃত্যুবরণ করে।
নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৩৭)। তিনি নোয়াখালীর বাসিন্দা হলেও দীর্ঘদিন কক্সবাজার ফিশারীঘাট এলাকায় বসবাস করছে। তার শ্বশুরবাড়ি উখিয়া উপজেলার কোটবাজার ভালুকিয়া সড়কে বলে জানা যায়।
ঘাতক ডাম্পার গাড়ীটির নাম্বার (চট্ট মেট্রো-অ ০০৮৫)। চালক-হেলপার পালিয়ে গেলেও ঘাতক গাড়ীটি আটক করেছে পুলিশ।
নিহত খোরশেদ আলম জেলা পিকাপ ও মিনিট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।