দৃশ্যপট : ঈদগাঁও ডিসি সড়ক
প্রকাশ: ২০১৭-০১-১৮ ২২:৫৯:৫৮ || আপডেট: ২০১৭-০১-১৮ ২২:৫৯:৫৮

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
কক্সবাজার সদরের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডের চিত্র সকালে এক রকম, বিকালে অন্যরকম। জনগুরুত্বপূর্ণ এ প্রধান সড়কে রয়েছে নালা নর্দমার একাধিক গর্ত। যা প্রতিনিয়ত সাধারণ লোকজন ও পথচারী মানুষের দূর্ভোগের ঘটনা ঘটায়। পাশর্^বর্তী বিভিন্ন হোটেল রেস্তেুারার মালিকরা তাদের পয়ঃনিষ্কাশন করছে প্রধান সড়কের উপর। প্রবেশ মুখে কোন সময় ফাটল দেখা দিয়ে ছিদ্র হয়ে গেলে প্র¯্রাব-পায়খানায় সয়লাব হয়ে উঠে পুরো সড়ক। এতে বাজারবাসীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। সকালে দেখা যায় সড়কের এক রকম চিত্র। আবার বিকেলে দেখা যায়, অন্যরকম চিত্র। সকাল বেলায় পুরো সড়ক ময়লা আবর্জনা ও পয়ঃনিষ্কাশন জনিত পানিতে হাটার অযোগ্য হয়ে উঠে। পরে বাজার কমিটিসহ সচেতনদের হস্তক্ষেপে ছিদ্র বন্ধ করে জমে থাকা পানিতে মাটি দিলে অন্যরকম হয়ে উঠে। হোটেল মালিক কর্তৃপক্ষের গড়িমসি বা খামখেয়ালীপনার কারণে মাঝেমধ্যে বাজারবাসীদের এভাবে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে বাজার কমিটিসহ মালিকপক্ষের শুভবুদ্ধির উদয় কামনা কামনা করেছেন বাজারবাসী ও পরিবেশ সচেতনরা।