স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ১২ জানুয়ারী
প্রকাশ: ২০১৭-০১-১১ ১২:০৯:১৩ || আপডেট: ২০১৭-০১-১১ ১২:০৯:১৩

সিএসবি২৪ ডটকম:: ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ̄স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ১২ জানুয়ারি ২০১৭ তারিখ প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS (nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নাম্বারে send করতে হবে) এর মাধ ̈মে একইদিন বিকাল ৪টা থেকে এবং ওয়েবসাইটে (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে। ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযোগ থাকবে না। ২০১৬-২০১৭ শিক্ষাবর্র্ষে ১ম বর্ষ ̄স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে ।
http://app1.nu.edu.bd/notice/NOTICE_HONS_ADM_2016_17_090117.pdf