পার্বতীপুরে উন্নয়ন মেলা ২০১৭ এর উদ্বোধন
প্রকাশ: ২০১৭-০১-০৯ ১৮:২৫:৪৫ || আপডেট: ২০১৭-০১-০৯ ১৮:২৫:৪৫


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর::
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভিশন ২০২১ ও ২০৪১ অর্জন ও বাস্তবায়ন সম্পর্কিত উন্নয়ন মেলা ২০১৭ এর উদ্বোধন ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার। একযোগে বেলা ৩টায় সরাসরি বিটিভিতে প্রচার করা হয়।
দিনাজপুরের পার্বতীপুরে সোমবার কেন্দ্রীয় বাস টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় এর মন্ত্রী এ্যাড মো: মোস্তাফিজুর রহমান এমপি। বক্তব্য কালে মন্ত্রী সরকারের বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কর্মকান্ডের দিক সমন্ধে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র মেনহাজুল হক, রেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহাম্মেদ, সাবেক পৌর মেয়র আওহাব সরকার, রেজাউল করিম. স্থানীয় নেতা কর্মী, আনসার, পুলিশ, গ্রামপুলিশ সদস্য , সাংবাদিকসহ আরো অনেকে । পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।