স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু শনিবার
প্রকাশ: ২০১৭-০১-০৬ ১৯:৫২:১৭ || আপডেট: ২০১৭-০১-০৬ ১৯:৫২:১৭

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা শনিবার সকাল ৯টায় শুরু হবে।
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এ পরীক্ষায় সারা দেশের ৬২১টি কলেজের ২২০টি কেন্দ্রে মোট দুই লাখ ৮৭ হজার ৫৭ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে।