গুলশান ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশ: ২০১৭-০১-০৩ ১১:১৫:৪৮ || আপডেট: ২০১৭-০১-০৩ ১১:১৫:৪৮

ঢাকা: রাজধানীর গুলশান-১ ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মার্কেটের কাঁচা বাজার অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। এই অংশের ভবনের কিছু জায়গা ধসেও পড়েছে। এ পুরো মার্কেটই ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ মোদক বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ১৭টি ইউনিট পাঠানো হয়েছে।
ডিসিসির এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে সেখানকার কয়েকজন মালিক জানিয়েছেন।
তবে তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর জানা যায়নি। সুত্র : নতুন বার্তা