বাসটার্মিনালে ইয়াবাসহ আটক ১
প্রকাশ: ২০১৭-০১-০৩ ১০:৪০:৪৪ || আপডেট: ২০১৭-০১-০৩ ১০:৪০:৪৪

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে ১ হাজার ২০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ২ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর লেঃ কমান্ডার আশেকুর রহমান জানান, ইয়াবা লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে লাহারপাড়ার আব্দু সাত্তারের বাড়ির আবদুল সাত্তারের পুত্র মোঃ মফিজ উদ্দিন (২৫) কে আটক করা হয়। এসময় তল্লাশী করে ওইসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয় তার ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড। বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রুজু করে তাকে সদর থানায় সোপর্দ করা হবে।