এমপি বদির বিরুদ্ধে করা মামলার রায় ২ নভেম্বর
প্রকাশ: ২০১৬-১০-১৯ ১৫:১০:৫৬ || আপডেট: ২০১৬-১০-১৯ ১৬:১৯:২৯

সিএসবি২৪ ডটকম:: কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলার
রায় আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার মামলাটিতে বদির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার তৃতীয় বিশেষ জজ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ১০ আগস্ট দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। মামলাটিতে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬ শত ৬৯ টাকা মূল্যের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন।
এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি দায়ের করেন।সূএ: জাগো নিউজ