সুন্দরবনে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২বনদস্যু নিহত
প্রকাশ: ২০১৫-১২-২৮ ১২:৫২:০২ || আপডেট: ২০১৫-১২-২৮ ১২:৫২:০২

অনলাইন ডেস্ক::
বাগেরহাটের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তামবুল বুনিয়ার খালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- জলদস্যু আকাশ বাবু বাহিনীর প্রধান কাশেম আকাশ (৪০) ও বাহিনীর উপপ্রধান ফরিদ মাঝি (৪৫)। আজ সোমবার সকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, নিহতরা সুন্দরবনের বনদস্যু দল আকাশবাবু বাহিনীর প্রধান আকাশ ওরফে কাশেম এবং তার ডান হাত ফরিদ ওরফে মাইজে। র্যাব বাহিনী টহল দেওয়ার সময় সন্দেহ হলে সামনে এগিয়ে যাওয়ার সময় বনদস্যুরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর র্যাব অভিযান চালিয়ে বনদস্যু আকাশ বাহিনীর প্রধান ও সদস্যর লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ১৭টি অস্ত্র ও ৪৫০টি গুলি উদ্ধার করার কথাও বলেছেন তিনি।
সিএসবি২৪/কেবি