১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক দিবস’ উদযাপন করবে শিক্ষামন্ত্রণালয়
প্রকাশ: ২০১৫-১২-২৪ ২৩:২৭:০০ || আপডেট: ২০১৫-১২-২৪ ২৩:২৭:০০

আগামী ১ জানুয়ারি সকাল ৯টায় সারা দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ‘পাঠ্যপুস্তক দিবস’ উদযাপন করবে শিক্ষামন্ত্রণালয়। এজন্য ওই দিন শুক্রবার সকল মাধ্যমিক, নিম্নমাধ্যমিক স্কুল ও মাদরাসা খোলা রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক এলিয়াস হোসেন জানান, কেন্দ্রীয়ভাবে সকাল ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে পাঠ্যপুস্তক দিবসের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সময়ে সারা দেশের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় পাঠ্যপুস্তক দিবস উদযাপন করা হবে। এজন্য শুক্রবার ছুটির দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। দিবসটি উদযাপনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, এবছর মাধ্যমিক স্তরের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৮ শিক্ষার্থীর মধ্যে ১৬ কোটি ৩০ লাখ ৪ হাজার ৩৭৩টি বই বিতরণ করা হবে। শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বই এরই মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে।