অবৈধ নছিমন-করিমন এখন দূর্ঘটনার কারণ
প্রকাশ: ২০১৫-১২-২৩ ২২:২৯:১৫ || আপডেট: ২০১৫-১২-২৩ ২২:২৯:১৫

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী :
কাউখালী সহ বিভিন্ন উপজেলার সড়ক-মহাসড়কে অবাধে চলছে নছিমন-করিমন। এর ফলে আশংকাজনকহারে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে এ সড়ক-মহাসড়কগুলো অবৈধ এসব যানবাহনের দখলে চলে গেছে। জানা গেছে, সড়ক-মহাসড়কে চলাচলকারী অবৈধ নছিমন-করিমন, ভটভটি, হিউম্যান হলার, কাটা-মাইক্রো, ব্যাটারিচলিত ইজিবাইকের বিআরটিএ’র রেজিষ্ট্রেশন,ফিটনেস সার্টিফিকেট ইন্স্যুরেন্স ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই। তারপরও অবাধে সড়ক-মহাসড়কে এসব অবৈধ যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে। ওইসব যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় দ্রুতগতির যানবাহন চলাচলে দুর্ঘটনার মাত্রাও বেড়ে চলেছে। প্রশাসন এ ব্যাপারে অভিযান চালিয়েও কোন কিছু করতে পারছে না। বিভিন্ন উপজেলার সড়ক-মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ যানবাহন। আর একারণে এসব সড়কে চলাচলকারী যাত্রীদের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। অবৈধ এসব যানবাহনের নির্দিষ্ট কোন ষ্টপিজ না থাকায় যেখানে সেখানে দাড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। এত দুর্ঘটনার পরিমাণ ক্রমাগত বেড়েই চলছে। এছাড়া এসব অবৈধ যানাবাহন এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকার কারণেই ঘটে চলেছে নানা দুর্ঘটনা। ফলে যাত্রীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। তাই এলাকাবাসী এসব অবৈধ যানবাহন উচ্ছেদের জোর দাবি জানিয়েছে।