উখিয়ার শরণার্থী শিবির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদুুত
প্রকাশ: ২০১৫-১২-২২ ১৬:০৯:৩১ || আপডেট: ২০১৫-১২-২২ ১৬:০৯:৩১

নিজস্ব প্রতিনিধি:
মার্কিন রাষ্ট্রদুত মার্শা বার্নিকাট ২২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টার দিকে কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শণ করেন। এ সময় রোহিঙ্গাদের সেবাই নিয়োজিত এনজিও সংস্থা ও সরকারী বেসরকারী কর্মকর্তাদের সাথে পৃথক ভাবে আলাপ আলোচণা করেছেন। এ সময় অনিবন্ধিত ও রেজিষ্ট্রার্ড রোহিঙ্গাদের সাথে খোলা মেলা আলোচনা করেন এবং রোহিঙ্গাদের অভাব অভিযোগের কথা ধর্য্য সহকারে শুনেছেন। এ ছাড়া ও মার্কিন রাষ্ট্রদুত রোহিঙ্গাদের সেবাই নিয়োজিত আর্ন্তজাতিক এনজিও সংস্থা এমএসএফ, হল্য্যন্ডের হাসপাতাল ও এনজিও সংস্থা এসিএফ এর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদুতের সাথে ছিলেন, ঢাকাস্থ মার্কিন দুতাবাসের রাজনৈতিক কর্মকর্তা টলি অলিবার, যুক্তরাষ্ট্রের গনতন্ত্র পরিচালক অ্যামবার ব্র“কস, যুশহ্যাচস, গ্যাবরিলে বাইসমে, মারকো পেনা, নুসরাত হোছাইন, ইরতাজা এইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, কুতুপালং ক্যাম্প ইনচার্জ মাহমুদুল হক, সহকারী কমিশনার (ভুমি) নুর উদ্দিন মোঃ শিবলী নোমান, উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান। পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদুত দুপুরে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির ত্যাগ করেন।