উখিয়ায় আট বছরের শিশু নিখোঁজ
প্রকাশ: ২০১৫-১২-২১ ২০:১৯:১২ || আপডেট: ২০১৫-১২-২১ ২০:১৯:১২

সিএসবি২৪ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় ৮ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে নিখোঁজ হওয়া পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় সাধারণ ডাইরী লিপিবদ্ধ করা হয়েছে। জানা গেছে, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের খালকাচা পাড়া এলাকার আবদুল মাজেদ এর শিশু ইয়াছিন আরফাত গত ১২ ডিসেম্বর খয়রাতি পাড়া গ্রামের হাফেজ খানায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়ে যায়। গত ১০ দিন ধরে তার খোঁজ খবর না পাওয়ায় পরিবারের মাঝে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ শিশুর কেউ সন্ধান দিতে পারলে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন। এ ব্যাপারে উখিয়াস্থ মার্সেল শো-রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মোবাইল নং- ০১৮৩৫-২৪৪৮৭৩।