হ্নীলা হাসপাতাল সড়কের বেহাল দশা:জনভোগান্তি চরমে
প্রকাশ: ২০১৫-১২-১৯ ২১:২৪:৫২ || আপডেট: ২০১৫-১২-১৯ ২১:২৪:৫২

সাদ্দাম হোসাইন,হ্নীলা:
হ্নীলা হাসপাতাল সড়কের বেহাল দশা দূর না হওয়ায় সামান্য বৃষ্টিতে আবারো জনভোগান্তি চরমে পৌঁছেছে। তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী জনসাধারণ।
সরেজমিনে দেখা যায়-গত ২দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে টেকনাফের হ্নীলা হাসপাতাল সড়কটি কাঁদায় ভরে গিয়ে জন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। সড়কের পার্শ্বে নির্মিত গাইডওয়াল সড়ক উপযোগী না হওয়া এবং খুঁেড় ফেলা মাটি জমাটবদ্ধ করে রাখায় এই পরিস্থিতির সৃষ্টি বলে কয়েকজন তরকারী ব্যবসায়ী ও সচেতন মহল মনে করেন। এই কারণে সংশ্লিষ্টদের প্রতি ক্ষুদ্ধ হয়ে উঠেছে জনসাধারণ। এই ব্যাপারে জেলা আইনজীবি পরিষদ সদস্য ও সম্ভাব্য হ্নীলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রশিদুল আলম চৌধুরী বলেন নির্মাণ করা ড্রেইন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের তদারকির অভাবে সামান্য গুঁিড় গুঁিড় বৃষ্টিতে জনসাধারণের এমন চরম ভোগান্তির ঘটনা সৃষ্টি হয়েছে। আগামীতে এই জাতীয় জনভোগান্তি দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্তক পদক্ষেপ জরুরী বলে মত প্রকাশ করেন।