আজ শনিবার সকালে ঢাকার সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সমিতির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, মো. বজলুর রহমান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কাওছার আলী প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি শিক্ষকদের মূল দাবি হলো শিক্ষানীতি ২০১০ এর বাস্তবায়ন। যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ হবে। আর শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ করা হলে প্রতিষ্ঠানের আয়ের অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার বিষয়টি সুরাহা করা যেতে পারে। এছাড়া দাবী পূরণ করতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁিশয়ারিও দিয়েছেন তারা।
এমপিওভুক্ত শিক্ষা পরিবারের ৫ লাখ সদস্য মানবন্ধন ও বিক্ষোভে অংশ নেবেন বলে দাবী করেছেন শিক্ষক নেতৃবৃন্দ।