কক্সবাজার বার্তার নির্বাহী সম্পাদক দুলাল বড়ুয়া’র পদত্যাগ
প্রকাশ: ২০১৫-১২-১৭ ২৩:২১:৪৩ || আপডেট: ২০১৫-১২-১৭ ২৩:৪১:৫৮

৪০ হাজার ইয়াবাসহ কক্সবাজারের সাংবাদিক দম্পতি আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হওয়ার সংবাদটি আমারও দৃষ্টিগোচর হয়েছে। গত ক’দিন ধরে এ সংবাদটি জেলার শীর্ষ সংবাদে পরিণত হয়। সংবাদটি পড়ে শুধু আমি নয়, পুরো সাংবাদিক সমাজ আজ বিব্রত। আর যাকে ঘিরে এ সংবাদ- মোঃ সেলিম, তিনি দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। এ অবস্থায় উল্লেখিত পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে আমি ভীষণ ভাবে বিব্রতবোধ করছি। পাশাপাশি এ রকম পরিস্থিতিতে এই পত্রিকার সঙ্গে যুক্ত থাকাটা আমার জন্য অসম্মানজনক বলে আমি মনে করি। তাই আমি দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলাম। পদত্যাগপত্র দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহোদয়ের কাছে দিয়েছি।