নেপালকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ
প্রকাশ: ২০১৫-১২-১৭ ২০:২২:২৫ || আপডেট: ২০১৫-১২-১৭ ২০:২২:২৫

সিএসবি২৪ ডটকম::
শাখাওয়াত রনির দুর্দান্ত গোলে সফরকারী নেপালকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচের ১৮ মিনিটে ইয়ামিনের পাস থেকে বল পেয়ে শাখাওয়াত রনি নেপালের দুই ফুটবলারকে কাটিয়ে দূরপাল্লার দুরন্ত শটে লক্ষ্যভেদ করেন। এরপর দুই দলেই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও প্রথমার্ধে কোন দলই আর গোলের দেখা পাননি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে কোনও দলই গোলের দেখা না পাওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারীরা।
আগামী ২৩ ডিসেম্বর থেকে ভারতের কেরালায় শুরু হবে সাফ ফুটবল। এর প্রস্তুতি হিসেবেই এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক প্রীতি খেলা হিসেবে অনুমোদন পেয়েছে।