আটোয়ারীতে মহান বিজয় দিবস পালিত
প্রকাশ: ২০১৫-১২-১৭ ১৫:৩৯:০৭ || আপডেট: ২০১৫-১২-১৭ ১৫:৩৯:০৭

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ৩১ বার তোপধ্বনী ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন এর মাধ্যমে মহান বিজয় দিবসের সুচনা করা হয়। এ সময় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম প্রমুখ। এদিকে বিজয়ের দিন সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাষ্ট, কুচ্কাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, শরীর চর্চা ও শারীরিক কসরত প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের চিত্রাংকন, বিশেষ মোনাজাত, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ এবং সূর্যাস্তের পর আলোকসজ্জা সহ সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি যথাযথ যোগ্য মর্যদায় পালিত হয়।
সিএসবি২৪/কেবি