ভারতে সাবেক এমপির বাড়িতে আগুন, পুত্রবধূসহ মৃত ৪
প্রকাশ: ২০১৫-১১-০৪ ১১:৪২:৪৭ || আপডেট: ২০১৫-১১-০৪ ১১:৪২:৪৭

অনলাইন ডেস্ক
ভারতের তেলেঙ্গনায় কংগ্রেসের সাবেক সংসদ সদস্য সিরিসিলা রাজাইয়ার বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তার পুত্রবধূ ও তিন নাতির মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
নিহতরা হলেন- রাজাইয়ার পুত্রবধূ সারিকা ও তিন নাতি অভিনাভ (০৭), আইয়ান (০৪)ও শ্রিয়ান (০২)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত বছর সারিকা তার শ্বশুরের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন এবং তিন সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ির সামনে বসে বিক্ষোভ করেন। ২০০২ সালে রাজাইয়ার ছেলে অনিলের সঙ্গে সারিকার বিয়ে হয়।
এদিকে, বুধবার ওয়ারঙ্গলের আসনে লোকসভার উপ-নির্বাচনে কংগ্রেসের পক্ষে রাজাইয়ার প্রার্থিতার আবেদন জমা দেওয়ার কথা রয়েছে।