বকেয়াসহ নতুন স্কেলের বেতন জানুয়ারিতে কার্যকর-অর্থমন্ত্রী
প্রকাশ: ২০১৫-১১-০৩ ১৪:৪৭:৫১ || আপডেট: ২০১৫-১১-০৩ ১৪:৪৭:৫১

অনলাইন ডেস্ক::
অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বলেছেন, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হলেও সরকারি চাকরিজীবীরা বকেয়াসহ নতুন বেতন স্কেলের বেতন পাবেন আগামী ১ জানুয়ারি।
মঙ্গলবার দুপরে সচিবালয়ে তিনি সাংবাকিদের এসব কথা জানান।