উখিয়ায় গোলাম আযমের গায়েবানা জানাযা অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৪-১০-২৫ ১২:০৩:৪১ || আপডেট: ২০১৪-১০-২৫ ১২:০৩:৪১

সংবাদ বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীন অবস্থায় মৃত্যু বরণ করায় উখিয়া জামায়াতের উদ্যোগে স্থানীয় কোট বাজার বালিকা মাদ্রাসা মাঠে বাদ আসর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওঃ আবুল ফজলের সভাপতিত্বে গায়েবানা জানাযার পূর্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা আমীর এড. মুহাম্মদ শাহ জাহান, বিশিস্ট আলেমেদ্বীন মাওঃ আবদুল হক, জেলা শিবির সভাপতি জাহেদুল ইসলাম নোমান, ইসলামী ঐক্য জোট নেতা হাফেজ নুরুল্লাহ, উপজেলা জাময়াতের সেক্রেটারী অধ্যক্ষ সুলতান আহমদ, সাংগঠনিক সেক্রেটারী মুহাম্মদ নুরুল হক, হা. আবুল হোছন, মাওঃ হামিদুল হক শিবলী, হাসান আল বান্না, মু. শাহ আলম, ও ছাত্রনেতা সেলিম উদ্দিন প্রমুখ। বক্তাগণ বলেন, বর্তমান অবৈধ সরকার তার ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করার জন্য ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসাবে ৯২ বৎসরের বৃদ্ধ বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আযমকে গ্রেফতার করে রিমান্ডে নিমর্ম নির্যাতন চালিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে মৃত্যুমুখে টেলে দিয়েছে। বক্তাগণ শোককে শক্তিতে পরিণত করে জালিম সরকারের বিদায়ের আন্দোলনে শরীক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। নামাজে জানাযায় ইমামতি করেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ আবুল ফজল।